মানিকগঞ্জে মহাসড়কে পুলিশের তল্লাশি, আ.লীগের নেতা-কর্মীদের অবস্থান

ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক এবং মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়ে বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

একই সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মহাসড়ক দুটির বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। এ ছাড়া জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা।

গত বৃহস্পতিবার সকাল থেকে এ দুটি সড়কে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। আজ সকাল থেকেও তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। বিএনপির নেতাদের অভিযোগ, আজ শনিবার ঢাকায় বিএনপির গণসমাবেশে দলীয় নেতা-কর্মীদের যাওয়া বাধাগ্রস্ত করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন

তবে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, সারা দেশে নাশকতা ও জঙ্গি তৎপরতার ঠেকাতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী তল্লাশিচৌকিতে অভিযান চলছে।

আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়ক দুটিতে ঘুরে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশিচৌকিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকারের নেতৃত্বে বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছেন পুলিশ সদস্যরা।

সকাল থেকে সড়কে যানবাহন ও যাত্রী ছিল খুবই কম। এ সময় ওসি আবদুর রউফ সরকার প্রথম আলোকে বলেন, নাশকতা ঠেকাতে এ অভিযান চলছে। তবে কাউকে আটক করা হয়নি।

আরও পড়ুন

সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় ও মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে সিঙ্গাইর উপজেলার ধল্লা সেতুর পশ্চিম প্রান্তে তল্লাশিচৌকিতেও যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ দুই স্থানে আগে থেকেই তল্লাশিচৌকি থাকলেও তিন দিন ধরে যানবাহনে বাড়তি তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশিচৌকির দুই পাশে বিভিন্ন পণ্যবোঝাই যানবাহন আটকে রাখা হয়। পরে বেলা ১১টার দিকে এসব গাড়ি ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, বিভিন্ন কোম্পানির পণ্যবাহী গাড়িগুলো এলোপাতাড়িভাবে রাখা হয়। পরে তিনি এসব গাড়ি গন্তব্যে যেতে সহযোগিতা করেন।

সকাল থেকেই জাগীর এলাকায় তল্লাশিচৌকির পাশে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশি ওরফে সুমনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান করছেন। এ ছাড়া নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হকের নেতৃত্বে মহাসড়কে অবস্থান নিয়েছেন দলীয় নেতা-কর্মীরা।

এ ছাড়া আজ বেলা ১২টার দিকে জেলা শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন যুবলীগের নেতা-কর্মীরা। মিছিল শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক ওরফে রাজা এবং সদস্য সচিব মাহবুবুর রহমান ওরফে জনি নেতৃত্ব দেন।

এসব বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম প্রথম আলোকে বলেন, সমাবেশ বানচালের জন্য পথে পথে পুলিশ তল্লাশিচৌকি বসিয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁঠা নিয়ে মিছিল করছে। এরপরও বিপুলসংখ্যক নেতা-কর্মী ঢাকায় আজকের গণসমাবেশে অংশ নিয়েছেন। মামলা, গ্রেপ্তার, যানবাহনে তল্লাশি করে দলীয় নেতা-কর্মীদের ঠেকিয়ে রাখা যায়নি।