শেরপুর সীমা‌ন্তে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ গ্রেপ্তার ১১

শেরপুরের না‌লিতাবাড়ী সীমান্ত দি‌য়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অ‌ভি‌যো‌গে নারী ও শিশুসহ ১১ জন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। রোববার দুপু‌রে না‌লিতাবাড়ী থানায়
ছ‌বি : প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১১ জনকে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের বিরু‌দ্ধে না‌লিতাবাড়ী থানায় মামলা করা হ‌য়েছে। আজ রোববার দুপু‌রে তাঁদের শেরপুর আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

গ্রেপ্তারকৃত‌দের ম‌ধ্যে চারজন নারী, চার পুরুষ ও তিন শিশু র‌য়ে‌ছে। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁদের বাড়ি নড়াইল ও খুলনা জেলায়।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গতকাল শ‌নিবার উপ‌জেলার পানিহাটা সীমা‌ন্তের ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা অনুপ্রবেশকারীদের আটক ক‌রেন। এ সময় আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে দুটি মুঠোফোন ও বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়। প‌রে বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে গতকাল বিকেলে তাঁদের না‌লিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, কা‌জের সন্ধানে কয়েক বছর আগে পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে গ্রেপ্তার ব্যক্তিরা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলেন। সেখা‌নে বসবাস করাটা নিরাপদ না জে‌নে কাজ শে‌ষে পুনরায় অবৈধ পথেই দেশে ফিরে আসছিলেন তাঁরা।

এ বিষয়ে জান‌তে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শনিবার রা‌তে থানায় বি‌জি‌বির পক্ষ থে‌কে মামলা করা হ‌য়ে‌ছে। আজ দুপুরে তাঁদের‌ শেরপুর আদালতে পাঠানো হয়েছে।