‘আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়’

কুমিল্লার ইউসুফ হাইস্কুলে ১৯৮৮ সালের শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে শোভাযাত্রা হয়
ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরের ঐতিহ্যবাহী ইউসুফ হাইস্কুলের এসএসসি ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থীরা আজ শনিবার স্কুল প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। ৩৫ বছর পর সহপাঠীরা পরস্পরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

রবীন্দ্রনাথের লেখা গানের কথা অনুযায়ী অনুষ্ঠানের স্লোগান ছিল, ‘আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়’। আয়োজক সূত্রে জানা যায়, বেলা ১১টায় শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ৮৮ ব্যাচের শিক্ষার্থী লেখক ও গবেষক আহসানুল কবীর। বক্তব্য দেন প্রবীণ শিক্ষক ইসমাইল সরকার, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক, মোতাহার হোসেন চৌধুরী, বর্তমান প্রধান শিক্ষক সুভাস বীর।

৮৮ ব্যাচের যাঁরা মারা গেছেন, তাঁদের স্মরণে শোকপ্রস্তাব পেশ করেন আহসানুল কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফারুক আহমেদ। স্মৃতিচারণা করেন ৮৮ ব্যাচের ছাত্র মনোয়ার হোসেন, আবু সালেহ মাহাবুবুল আমীন, সালাহউদ্দিন আহমেদ, সুধাংশু চক্রবর্তী, দিপংকর ঘোষ প্রমুখ। সভা পরিচালনা করেন কবির উদ্দিন আহমদ ও জিল্লুর স্বপন।

দ্বিতীয় পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদ রানা চৌধুরী। শুভেচ্ছা জানাতে উপস্থিত হন ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হাবিবুর আল আমীন সাদী ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জিয়াউল হক। প্রাণবন্ত এই আয়োজনের শেষ পর্বে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।