কুমিল্লায় জামায়াত নেতার বাড়িতে হামলা, প্রতিবাদে বিক্ষোভ, সংবাদ সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মু. তাহেরের কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শনিবার মিছিল হয়
ছবি: সংগৃহীত

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা গ্রামের বাড়িতে গতকাল শুক্রবার রাত নয়টায় এ ঘটনা ঘটে।

এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন। তাঁরা এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন। বেলা সাড়ে তিনটায় নগরের টমছমব্রিজ এলাকার একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ শাহজাহান বলেন, গতকাল রাত নয়টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার কুলাসার গ্রামের আবদুর রহমানের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল পশ্চিম ডেকরা গ্রামে আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আরও দুটি বাড়িতে ভাঙচুর করেন। দুই ঘণ্টা ধরে হামলা চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আবদুর রহমান এলাকায় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।

সংবাদ সম্মেলনে দুই দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ছাড়া এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা গ্রামে
ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দীন মোহাম্মদ; কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি সরওয়ার উদ্দিন সিদ্দিকী; চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন; চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী।

চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ বলেন, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, তাঁরা শুনেছেন মুহাম্মদ তাহেরের বাড়িতে হামলা হয়েছে। কিন্তু থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। কেউ অভিযোগ নিয়ে আসেননি।

জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের বিবৃতি

আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। বিবৃতিতে তিনি বলেন, তাহেরের বাড়িতে হামলা করে এই সরকার প্রমাণ করেছে সংবিধান, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের প্রতি তাদের ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ নেই। নায়েবে আমিরের বাড়িতে হামলা করে সরকার উসকানি দিয়ে দেশে নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, তাঁরা সরকারকে জানিয়ে দিতে চান, যারা হামলা করেছে তার পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা জামায়াতে ইসলামীর আছে। কিন্তু তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বাসী।