যশোরে বিএনপির সমাবেশ ঘিরে ধরপাকড়ের অভিযোগ, গ্রেপ্তার ১৫

আগামী ২৭ মে যশোরে সমাবেশ সফল করতে বিএনপির প্রস্তুতি সভা। মঙ্গলবার জেলা বিএনপির কার্যালয়ে
ছবি: প্রথম আলো

২৭ মে যশোরে সমাবেশ করবে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশ সফল করতে ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে প্রস্তুতি সভা করছে দলটি।

তবে সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের হয়রানি করার জন্য পুলিশ ধরপাকড় চালাচ্ছে বলে অভিযোগ করছেন দলটির নেতারা। তাঁদের দাবি, আজ মঙ্গলবার পুলিশ বিএনপির ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

যশোর জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক প্রথম আলোকে বলেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচি থাকলেই সরকার ও পুলিশ প্রশাসন অস্থির হয়ে যায়। কারণ, সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ভীতসন্ত্রস্ত হয়ে সরকার পুলিশকে ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করতে ধরপাকড় চালাচ্ছে। তবে গ্রেপ্তারের আতঙ্ক ছড়িয়ে আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থেকে অবৈধ সরকারের সব ষড়যন্ত্র মোকাবিলা করবেন।

সৈয়দ সাবেরুল হক আরও বলেন, ২৭ মে যশোর টাউন হল বা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুটি জায়গা পছন্দ করে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। এখনো অনুমোদন দেওয়া হয়নি।

আজ যশোরের চারটি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সদর, মনিরামপুর ও বাঘারপাড়ায় ৩ জন করে ৯ জন এবং শার্শায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নেতা-কর্মীদের মধ্যে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ও নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সালাম রয়েছেন। বাকিরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী।

এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল ইমরানকে মুঠোফোনে একাধিকবার কল করলেও তাঁরা ধরেননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে না। ভাঙচুর ও অন্যান্য মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।

এদিকে সমাবেশ সফল করতে আজ দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও সদর উপজেলা বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম।

সভায় অনিন্দ্য ইসলাম বলেন, দেশে বর্তমান সমস্যা ও সংকটের জন্য দায়ী বর্তমান কর্তৃত্ববাদী সরকার। এ সংকট উত্তরণে ফ্যাসিবাদী শক্তির পতনের বিকল্প নেই। বর্তমান কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন চলছে, অচিরেই সেই আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবে। তিনি বলেন, এক যুগের বেশি সময় ধরে যশোরে বিএনপির প্রত্যেক নেতা-কর্মী সীমাহীন নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন, কিন্তু কেউ নীতি-আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁদের দৃঢ় ও ইস্পাতকঠিন মনোবলের কারণে এটি সম্ভব হয়েছে। ২৭ মের জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।