খাবারের সন্ধানে লোকালয়ে এসে বিপাকে হরিণ

রোববার দুপুরে চুনারুঘাট উপজেলার পারকুল চা-বাগান এলাকা থেকে হরিণটি উদ্ধার করেছে বন বিভাগ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে একটি হরিণ খাবারের সন্ধানে লোকালয়ে এসে বিপাকে পড়েছে। হরিণটিকে ধাওয়া করে আটক করেন কয়েকজন ব্যক্তি। খবর পেয়ে আজ রোববার দুপুরে উপজেলার পারকুল চা-বাগান এলাকা থেকে হরিণটি উদ্ধার করেছে বন বিভাগ।

জেলা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, অসুস্থ হরিণটি খাবারের অভাবে লোকালয়ে এসে বিড়ম্বনায় পড়ে। বন বিভাগ হরিণটি উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে আসে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার রশিদপুর ও পারকুল বন এলাকায় বেশ কিছু হরিণ রয়েছে। সম্প্রতি রশিদপুর বনাঞ্চলের পাশে অবস্থিত হাতিমারা চা-বাগানের আগাছা পরিষ্কারের জন্য আগুন ধরিয়ে দেয় কর্তৃপক্ষ। এ সময় আশপাশের হরিণগুলো অনেকটা অসহায় হয়ে নানা জায়গায় ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, আবাসস্থল ও খাবার না পেয়ে হরিণটি সেখান থেকে লোকালয়ে এসেছে। আজ সকালে বনের একটি হরিণ পারকুল চা-বাগান এলাকায় দেখতে পান কিছু লোক। তাঁরা হরিণটিকে ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে দুপুরে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন হরিণটি উদ্ধার কার্যালয়ে নিয়ে আসেন।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হবিগঞ্জ কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হরিণটির বয়স আনুমানিক দুই বছর। উদ্ধারের সময় হরিণটি জ্বরে আক্রান্ত ছিল। এ অবস্থায় হরিণটির হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা আছে। আমরা হরিণটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। সুস্থ হলে হরিণটিকে হবিগঞ্জের বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।’

তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে হরিণটি হয়তো লোকালয়ে চলে আসে। সম্প্রতি ব্যক্তিমালিকানাধীন একটি চা–বাগান তাদের বাগানের আগাছা পরিষ্কারের সময় আগুন ধরিয়ে দেয়। ওই সময় ভয়ে এলাকা ছাড়া হরিণগুলোর মধ্যে এটি একটি হতে পারে।