জিপিএ-৫ পাওয়ার পর ভাইয়ের কাছে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকার আবদুল হালিম সরকারের ছেলে রিফাত মিয়ার মৃত্যু হয়েছে পানিতে ডুবে
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রিফাত মিয়া (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

রিফাত শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকার আবদুল হালিম সরকারের ছেলে। সে শেরপুরের ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জিপিএ-৫ পাওয়ার খুশিতে গত সোমবার বড় ভাই বকশীগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) লাভলু মিয়ার বাড়িতে বেড়াতে যায় রিফাত মিয়া। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সে ও তার চার বন্ধু উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে রিফাত পানিতে ডুবে যায়। অনেক সময় পরও পুকুরে তাকে না দেখতে পেয়ে অন্য বন্ধুরা চিৎকার শুরু করে। এ সময় প্রথমে স্থানীয় লোকজন পানিতে রিফাতকে খোঁজাখুজি করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা তিনটার দিকে রিফাতের লাশ উদ্ধার করেন।

বকশীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ তুহিনুল হক বলেন, প্রথমে ওই কিশোরকে উদ্ধারের চেষ্টা করা হয়। কিন্তু তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, পানিতে ডুবে ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।