সিলেটে চোরাই পথে আসা ‘বুঙ্গার চি‌নি’ ‌বোঝাই ১৪টি ট্রাক জব্দ

সিলেট সদর উপজেলার উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চিনিবোঝাই ট্রাকগুলো জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তোলাছবি: প্রথম আলো

ভারত থেকে চোরাই পথে আসা চিনিভর্তি ১৪টি ট্রাক জব্দ করেছে সিলেটের পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সিলেট সদর উপজেলার উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ট্রাকগুলো জব্দ করা হয়।

এ সময় ট্রাকগুলোকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

চোরাচালানে আসা এসব চিনি স্থানীয়ভাবে ‘বুঙ্গার চিনি’ নামে পরিচিত। পুলিশ বলছে, সিলেটে আটক হওয়া চোরাই চিনির এটি সবচেয়ে বড় চালান। প্রায় ১২৫ টন চিনি জব্দ করা হয়েছে। এ সম্পর্কে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জব্দকৃত মালামাল গণনা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে চিনিবোঝাই ট্রাকগুলো কোম্পানীগঞ্জের ফাঁড়ি পথ উমাইরগাঁওয়ের দিক থেকে সারিবদ্ধ ভাবে সিলেট শহরের দিকে যাচ্ছিল। ট্রাকগুলোর সামনে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল ছিল। সকাল ছয়টার দিকে ট্রাকগুলো উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছায়। পুলিশ সদস্যদের দেখে মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাকের চালকেরা মালামাল ফেলে পালিয়ে যান।

আরও পড়ুন

অভিযানে নেতৃত্ব দেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী। তিনি শেখ প্রথম আলোকে বলেন, এটিই সিলেটে আটক হওয়া ভারতীয় চিনির সবচেয়ে বড় চালান। চোরাকারবারীরা ভারত থেকে অবৈধ পথে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত থেকে সিলেট শহরের দিকে চিনি নিয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে। ১৪টি ট্রাকে ২ থেকে ৩ জন করে এবং মোটরসাইকেল, প্রাইভেটকারসহ প্রায় অর্ধশত চোরাকারবারী ছিলেন। অভিযানে পুলিশ সদস্যদের সংখ্যা কম ছিল। পরে স্থানীয় জনতার সহযোগিতা নিয়ে চোরাকারবারীদের ধাওয়া দেওয়া হয়। তাঁরা মালামাল রেখে পালিয়ে যান।

আরও পড়ুন