ট্রাকের ধাক্কায় স্বামী-সন্তানের সামনে নারীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানের আরোহী আনজিরা খাতুন (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর স্বামী ভ্যানচালক হামিদুল ইসলাম এবং এ দম্পতির ছেলে আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের কালিদাসপুরের আহসান উল্লাহ সানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করেছে। আহত ভ্যানচালক হামিদুল ইসলামকে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায় দুপুরে ভ্যানচালক হামিদুল স্ত্রী-সন্তানকে নিয়ে নিজ গ্রাম থেকে আলমডাঙ্গা শহরের উদ্দেশে যাচ্ছিলেন। বেলা ১টা ৫ মিনিটের দিকে আহসান উল্লাহ সানঘাট এলাকায় কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাগামী বালুবাহী দ্রুতগামী ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এতে তিনজনই ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়েন। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আনজিরা খাতুন মারা যান। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।