জয়পুরহাটে জেলিমিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে দুজনকে জরিমানা

প্রতীকী ছবি

জয়পুরহাটে জেলিমিশ্রিত গলদা চিংড়ি বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫ কেজি গলদা চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় জয়পুরহাট শহরের মাছুয়া বাজারে পৃথক দুটি অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমাল ও মো. শামীম হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত ও জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শহরের মাছুয়া বাজারে দুজন মাছ ব্যবসায়ী মুশফিকুর রহমান ও মতিয়ার বিশ্বাস জেলি পুশ করা চিংড়ি বিক্রি করছিলেন। খবর পেয়ে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা পেয়ে দুজনকে সাত হাজার টাকা জরিমানা করেন।

জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন প্রথম আলোকে বলেন, পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা এবং অন্য ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা ২৫ কেজি গলদা চিংড়ি নষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।