বগুড়ায় ঘুষসহ দুদকের ফাঁদে ধরা পড়া সেই কর কর্মকর্তা চাকরিচ্যুত
৫০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদে আটক বগুড়া কর অঞ্চলের সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দেকে চাকরিচ্যুত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বুধবার বোর্ডের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চাকরিচ্যুত কর কর্মকর্তা অভিজিৎ দে যশোর জেলার মনিরামপুর উপজেলার বাসিন্দা। ২০১৯ সালে ঘুষের টাকাসহ আটকের সময় তিনি বগুড়া কর সার্কেল-১৪ ও কর সার্কেল-১৫ (অতিরিক্ত দায়িত্ব)-এর সহকারী কর কমিশনার ছিলেন।
এনবিআরের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ৩১ জানুয়ারি দুদক বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল কর কমিশনারের কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের ৫০ হাজার টাকা নেওয়ার সময় অভিজিৎ কুমারকে আটক করে। এ ঘটনায় দুদকের মামলার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে অভিজিৎ কুমারকে গ্রেপ্তারের দিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণের’ দায়ে বিভাগীয় মামলা হয়। অভিযুক্ত কর কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনে জবাব দাখিল করলেও তা সন্তোষজনক না হওয়ায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে অভিযুক্ত কর কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে কেন চাকরি থেকে অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে অভিজিৎ কুমারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এতে প্রস্তাবিত শাস্তির বিরুদ্ধে সন্তোষজনক জবাব দিতে তিনি ব্যর্থ হন। পরে অভিযুক্ত কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত চাওয়া হলে শাস্তির পক্ষে প্রতিষ্ঠানটি একমত পোষণ করে।
দুদকের মামলা সূত্রে জানা যায়, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ইউনুছ আলী নামের এক ব্যবসায়ীর আয়কর ফাইল হালনাগাদ করতে অভিজিৎ কুমার ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে জানান ইউনুছ। পরে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কর কর্মকর্তার কার্যালয়ে টাকা লেনদেনের সময় অভিজিৎকে আটক করে দুদকের একটি দল। পরে অভিজিতের বিরুদ্ধে দুদকে মামলা হয় এবং তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।