ফরিদপুরে এক সাংবাদিকের বাড়িতে ঢুকে টাকা ও সোনা লুট

সালথায় স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে ঢুকে এক ভরি ওজনের সোনার চেইন ও ২৫ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতেছবি: প্রথম আলো

ফরিদপুরের সালথায় স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে ঢুকে তাঁর মায়ের মাথায় রামদা ঠেকিয়ে এক ভরি ওজনের সোনার চেইন ও ২৫ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের নাম সাইফুল ইসলাম। তিনি দৈনিক সমকাল পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি সালথা প্রেসক্লাবের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাইফুল ইসলাম বলেন, গতকাল রাত তিনটার দিকে তাঁর মায়ের ঘরে দুজন ব্যক্তি ছিটকিনি খুলে ঢুকে পড়ে। তাঁর মা শব্দ পেয়ে জেগে উঠলে একজন মাথায় রামদা ঠেকিয়ে চুপ থাকতে বলে। অন্যজন আলমারি থেকে ২৫ হাজার টাকা ও ১টি সোনার চেইন বের করে নিয়ে যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।