বাবার বাড়িতে আসার তিন দিন পর পুকুরে পাওয়া গেল শিশুর লাশ

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কচুবাড়ী কৃষ্টপুর এলাকার পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধারের পর লোকজন সেখানে ভিড় করে
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে মো. আবদুল্লাহ ওরফে পুষ্প (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কচুবাড়ী কৃষ্টপুর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

আবদুল্লাহ সদর উপজেলার কচুবাড়ী কৃষ্টপুর এলাকার মাসুদ রানার ছেলে। মা-বাবার বিচ্ছেদের পর আবদুল্লাহ নানার বাড়িতে থাকত। গত শনিবার মাসুদ রানা তাঁকে নিজের বাড়িতে নিয়ে আসে।

শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে থানা-পুলিশ সূত্র জানায়, রোববার সকালে খেলার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। বিকেল হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ করতে শুরু করেন। কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মাসুদ রানা ঠাকুরগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এলাকাবাসী বলেন, আজ সকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কচুবাড়ী কৃষ্টপুর এলাকার একটি শিশুটির লাশ ভাসতে দেখা যায়। পরে তাঁরা শিশুটির লাশ পুকুর থেকে তুলে আনেন। খবর পেয়ে পোরশা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।

সদর উপজেলার সালান্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলে এলাহী চৌধুরী জানান, সম্প্রতি শিশুটির মা-বাবার বিচ্ছেদ হয়। গত শনিবার নানাবাড়ি থেকে শিশুটিকে তার বাবার বাড়িতে নিয়ে আসা হয়। এর পরদিনই শিশুটি নিখোঁজ হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীর বলেন, লাশ উদ্ধারের পর শিশুটির মা-বাবা একে অপরকে দায়ী করছেন। বিষয়টি রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা না দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যাবে।