চালুর ১৭ দিন পর বন্ধ ‘স্কুল মিল্ক ফিডিং’

চারটি ইউএইচটি দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এই ৩০০ বিদ্যালয়ে দুধ সরবরাহের জন্য দায়িত্ব দেওয়া হয়।

চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই বছরব্যাপী বিনা মূল্যে দুধ পান করানোর পাইলট কর্মসূচি (স্কুল মিল্ক ফিডিং) শুরুতেই হোঁচট খেয়েছে চুয়াডাঙ্গায়। প্রাণিসম্পদ অধিদপ্তর পরিচালিত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অধীন জেলার চারটি উপজেলায় একটি করে প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি নেওয়া হয়। তিনটিতে কর্মসূচিতে চালু করাই সম্ভব হয়নি।

আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি শুরু হলেও চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজের স্থানীয় পরিবেশক ১৭ দিনের মাথায় দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। সেখানে চালুসহ বাকি তিন উপজেলায় কবে নাগাদ কর্মসূচি শুরু হবে, সংশ্লিষ্ট কর্মকর্তারা তা জানাতে পারেননি।

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অধীন দেশের ৬১টি জেলার ৩০০টি উপজেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে টানা দুই বছর নিরাপদ ও পুষ্টিকর দুধ পান করানোর কর্মসূচি হাতে নিয়েছে। তাতে নির্বাচিত বিদ্যালয়গুলোর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে প্রতিদিন ২০০ মিলিলিটার পরিমাণ উচ্চ তাপমাত্রার বা আলট্রা হাই টেম্পারেচারের (ইউএইচটি) তরল দুধ পান করানো হবে। দেশের ৪টি ইউএইচটি দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এই ৩০০ বিদ্যালয়ে দুধ সরবরাহের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি বছরের জুলাইয়ে শুরু হয়ে ২০২৫ সালের জুনে এই প্রকল্পের কাজ শেষ হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান জানান, দুধ একটি আদর্শ খাবার। এর মধ্যে অতি প্রয়োজনীয় শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ ও পানি আছে। শিশুর মেধা বিকাশে অত্যন্ত প্রয়োজনীয় ল্যাকটোজ একমাত্র দুধেই পাওয়া যায়। সেই বিষয়ের গুরুত্ব বিবেচনায় সরকার শিশুদের জন্য দুধপান কর্মসূচি গ্রহণ করেছে।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কালুপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১৮ জন, জীবননগরের শিংনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫২, দামুড়হুদার কালিয়াবকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৮, আলমডাঙ্গার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১৭ জন শিক্ষার্থীকে এই প্রকল্পভুক্ত করা হয়েছে। কিন্তু সদর, দামুড়হুদা ও জীবননগর উপজেলার নির্বাচিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত সেই দুধের স্বাদ পায়নি।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ৩১ জুলাই আলমডাঙ্গার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন। আকিজ ফুড অ্যান্ড বেভারেজের আলমডাঙ্গার পরিবেশক আনিসুর রহমান কোম্পানির পক্ষে দুধের প্যাকেট সরবরাহ করেন।

কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথি সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার বলেছিলেন, শিশুদের জন্য বরাদ্দ করা দুধের প্যাকেটে যাতে সত্যিকার অর্থেই পরিমাপ অনুযায়ী মানসম্মত দুধ থাকে, সে বিষয়ে কঠোর তদারকি করতে হবে। নিরবচ্ছিন্নভাবে দুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারের এই উদ্যোগ যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন বানু প্রথম আলোকে জানান, দুধপান কর্মসূচি শুরুর পর থেকে মাত্র ১৭ দিন সরবরাহ করা হয়েছে। সর্বশেষ ২১ আগস্ট পর্যন্ত সব মিলিয়ে ৩ হাজার প্যাকেট দুধ তাঁরা পেয়েছেন এবং শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছেন। কিন্তু ২২ আগস্ট সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে।

নাজনীন বানু আরও বলেন, ‘দুধপান কর্মসূচি নেওয়ার পর বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগের কাছাকাছিতে উন্নীত হয়েছিল। হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আমাদের শিক্ষার্থী ও অভিভাবকের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। কবে নাগাদ নতুন করে চালু হবে, তা জানা সম্ভব হয়নি।

দুধ সরবরাহকারী আকিজ ফুড অ্যান্ড বেভারেজের আলমডাঙ্গা উপজেলা পরিবেশক আনিসুর রহমান মুঠোফোনে বলেন, ‘কালিদাসপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের জন্য কোম্পানি থেকে যতটুকু দুধ পেয়েছিলাম, তার পুরোটাই পৌঁছে দিয়েছি। কোম্পানি থেকে জানানো হয়নি কবে নাগাদ  নতুন চালান পাওয়া যাবে। খোঁজ নিয়ে জেনেছি, টাকাপয়সা বকেয়া থাকায় চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও মাগুরা জেলায় দুধ সরবরাহ বন্ধ রেখেছে কোম্পানি।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘আকিজ ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যে আলমডাঙ্গায় চালু করা হবে। সদর, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় নির্বাচিত বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ শেষ হয়েছে। শিগগিরই এই তিন উপজেলাতেই শিক্ষার্থীদের দুধপান কর্মসূচির উদ্বোধন করা হবে।’