৯৯৯-এ কল পেয়ে ৬০ কিলোমিটার ধাওয়া করে ধরা হলো ৩ গরু চোরকে

চোর
প্রতীকী ছবি

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে আন্তজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নীলফামারী থানার পুলিশ। গভীর রাতে একটি পিকআপ ভ্যানকে ৬০ কিলোমিটার পথ ধাওয়া করে ওই চোর চক্রকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলন করে ওই অভিযানের কথা জানান নীলফামারীর পুলিশ সুপার মো. গোলাম সবুর। পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনটি হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুন্দমালঞ্চ গ্রামের মো. বাবুল (৩২), মাগুরার শ্রীপুর উপজেলার তাড়াউজিয়াল উত্তরপাড়া গ্রামের মো. ওয়াসিম খান (২২) ও নাটোরের সিংড়া থানার মহেশচন্দ্রপুর গ্রামের মো. নাসির (২৪)। গতকাল বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. গোলাম সবুর বলেন, ৫ সেপ্টেম্বর গভীর রাতে ৯৯৯ থেকে জেলা সদরের কাজিরহাট এলাকায় পিকআপে করে গরু চুরি করে পালিয়ে যাওয়ার খবর আসে। এ খবর পেয়ে পুলিশের চারটি দল তাৎক্ষণিক চোর ধরতে অভিযান শুরু করে। সৈয়দপুর-দিনাজপুর মহাসড়ক, সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক, সৈয়দপুর-রংপুর মহসড়কে অভিযান পরিচালনা করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলামের নেতৃত্বে দলটি পিকআপটিকে ৬০ কিলোমিটার পথ ধাওয়া করে রংপুর মহানগরীর সাতমাথা মোড় এলাকা থেকে একটি গরুসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি তানভিরুল ইসলাম বলেন, পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় আহত অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং কয়েকজন পালিয়ে যান।