হবিগঞ্জে নিজ গ্রামে আজ আসছেন ফুটবলার হামজা, উৎসবের আমেজ

হামজাকে স্বাগত জানাতে তৈরি করা হয়েছে তোরণ। আজ সোমবার সকালেছবি: প্রথম আলো

ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় হামজা। পুরো নাম দেওয়ান হামজা চৌধুরী। তিনি এখন থেকে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষে। আজ সোমবার দেশে এসেই তিনি প্রথমে যাবেন তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। হামজার আগমনের খবরে গ্রামের সবার মধ্যে উৎসবের আমেজ। তাঁকে একনজর দেখার জন্য অপেক্ষায় আছেন এলাকার লোকজন।

পুরো স্নানঘাট সেজেছে নানা রূপে। তোরণ, ফেস্টুন ও ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো গ্রাম। হামজাকে স্বাগত জানাতে এসব প্রস্তুতি এলাকার মানুষের।

দেওয়ান হামজা চৌধুরী হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরী ছেলে। হামজার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। এবার ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।

হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী বেশ কিছুদিন আগেই দেশে এসেছেন। তিনি জানান, আজ বেলা সাড়ে ১১টায় সিলেট বিমানবন্দরে নামবেন হামজা। হামজা ও তাঁর পরিবারের ইচ্ছাতে ঢাকায় নয়, সরাসরি তাঁর গ্রামের বাড়িতে আসছেন হামজা। এ সফরে হামজার সঙ্গে তাঁর স্ত্রী ও সন্তানদেরও আসার কথা রয়েছে।

হবিগঞ্জে নিজ গ্রামে যাচ্ছেন ফুটবলার হামজা চৌধুরী
হামজা চৌধুরীর ইনস্টাগ্রাম পোস্ট থেকে

ছেলের আগমন নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস মন ছুঁয়ে যাচ্ছে বাবা মোর্শেদ চৌধুরীর। তিনি বলেন, ‘হামজার প্রতি মানুষের এত ভালোবাসা, আমি তা আগে আঁচ করতে পারিনি। তাঁর আগমনকে ঘিরে পুরো দেশ যেন হাসছে।’

মা-বাবার সঙ্গে গ্রামে এর আগেও হামজা এসেছেন কয়েকবার। এবার আসছেন প্রায় ১১ বছর পর। তবে এবার ঘুরতে নয়, দেশের হয়ে খেলতে আসছেন হামজা। তাঁর পরিবার জানিয়েছে, আজ গ্রামের বাড়িতে থাকবেন হামজা। আগামীকাল মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। আর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ২০ মার্চ দলের সঙ্গে শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি।

হামজার গ্রামের বাড়ি
ছবি: প্রথম আলো

স্নানঘাট গ্রামের বাসিন্দা ছারৈক মিয়া বলেন, ‘হামজার আগমনকে ঘিরে আমরা উচ্ছ্বসিত। বিশেষ করে গ্রামের তরুণেরা তাঁকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’ আরেক বাসিন্দা জলিল আহমেদ বলেন, ‘হামজা যখন শৈশবে মা-বাবার সঙ্গে দেশের গ্রামের বাড়িতে আসত। তখন আমরা দেখেছি ফুটবলের প্রতি তাঁর বিশেষ টান। আমরা অনেকেই ছোটবেলায় তাঁর সঙ্গে ফুটবল খেলেছি।’

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভাত, গরুর মাংস, সবজি—হামজার প্রিয় খাবার। সব আয়োজনই রাখা হয়েছে তাঁর জন্য। হামজার নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ জা‌হিদুল ইসলাম ব‌লেন, হামজার আগমন‌কে ঘি‌রে জেলা পু‌লি‌শের পক্ষ থে‌কে তিন স্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি তা‌কে জেলার নবীগঞ্জ উপ‌জেলা থে‌কে স্কর্ট দি‌য়ে নি‌য়ে আসা হ‌বে তাঁর গ্রা‌মে। এ নি‌য়ে পু‌লিশ ব্যাপক প্রস্তু‌তি নি‌য়ে‌ছে।