যমুনা সেতুতে গাড়ি বিকল হয়ে টাঙ্গাইলে ১৪ কিলোমিটারে যানজট

যমুনা সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইল অংশে প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ শনিবারছবি: প্রথম আলো

যমুনা সেতুর ওপর দুর্ঘটনা, গাড়ি বিকল হয়ে যাওয়া ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইল অংশে প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ অংশেও তীব্র যানজট দেখা দিয়েছে।

যানজট নিরসনে আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে যমুনা সেতুর উভয় লেন দিয়ে শুধু উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন পার করানো হচ্ছে। বন্ধ রাখা হয়েছে উত্তরবঙ্গগামী যানবাহনের চলাচল। এই তথ্য জানিয়েছেন মহাসড়কে দায়িত্বরত টাঙ্গাইল ট্রাফিক বিভাগের পরিদর্শক হারুন অর রশীদ।

শনিবার ভোর থেকে যমুনা সেতু হয়ে কালিহাতী উপজেলার পুংলি পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা স্বস্তি ফিরেছে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত যানজট কমে এসে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় ছিল।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। গভীর রাতে সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে এবং কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত ও বিকল গাড়িগুলো সরিয়ে নিতে সময় লাগে। ফলে সেতুর ওপর যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজট শুরু হয়। শনিবার সকালে এই যানজট ১৭ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, ‘সেতুর ওপর সড়ক দুর্ঘটনার কারণে রাতে যান চলাচল ব্যাহত হয়। এ থেকেই যানজটের সূচনা হয়। আশা করছি, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সিরাজগঞ্জ অংশে যানবাহন স্বাভাবিক গতিতে টানতে না পারায় টাঙ্গাইল অংশে যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।