ঈদে বাড়ি ফিরছিলেন মা-মেয়ে, পথে প্রাণ গেল দুজনের

অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি। সোমবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায়
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে মা-মেয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অটোরিকশার চালকসহ দুজন। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম (৩৫) ও তাঁর মেয়ে ছোয়ামনি (১৭)। তাঁরা রোববার রাতের লঞ্চে ঢাকা থেকে বরিশালে আসেন। ভোরে অটোরিকশা করে ঝালকাঠির রাজাপুরে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। আহত দুজনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায়
ছবি: সংগৃহীত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৫টার দিকে একটি মিনিট্রাক (ঢাকা মেট্রো ন ১৫ -২৩ ৩৬) বরগুনার বামনা থেকে ভাঙ্গারি মাল নিয়ে বরিশাল যাচ্ছিল। আর বরিশাল থেকে ঝালকাঠির দিকে আসছিল সিএনজিচালিত অটোরিকশা। নলছিটি উপজেলার প্রতাব বাজারে অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও মা-মেয়ে দুই যাত্রীসহ চারজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শেরে-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে নলছিটি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।