চট্টগ্রামে ক্লিনিকের অপারেশন থিয়েটারে আগুন
চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে ওই এলাকার চানমারি সড়কে মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা তিনটার দিকে মমতা মাতৃসদন ক্লিনিকে আগুন লাগলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। বেলা ৩টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভেনি। আগুন বড় নয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে আগুন লেগেছে। এখনো কাজ চলছে, বিস্তারিত পরে জানা যাবে।