নদে ভেলা উল্টে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর মিলল যুবকের লাশ

লাশ
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের মোতাহার বাজার এলাকার সানিয়াজান নদে ডুবে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে বিকেল চারটার দিকে নদে ডুবে নিখোঁজ হয়েছিলেন তিনি।

উদ্ধার লাশটি রাজু ইসলাম (১৮) নামের এক যুবকের। তিনি হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল চারটার দিকে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রাম থেকে রাজু ইসলামসহ তিন ব্যক্তি সানিয়ারজান নদে ভেলায় করে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের মোতাহার বাজারের উদ্দেশে রওনা হন। নদের মাঝখানে আসার পর ভেলাটি উল্টে যায়। ভেলায় থাকা দুই ব্যক্তি সাঁতার কেটে তীরে আসতে পারলেও রাজু নদে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে রংপুরের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে কচুরিপানার ভেতর থেকে রাজুর লাশ উদ্ধার করে।

যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।