দেশের মানুষের এখন একটাই দাবি, এই সরকারের পদত্যাগ: সেলিমা রহমান

বরিশাল মহানগর বিএনপির মানববন্ধনে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান
ছবি: সাইয়ান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ১০ দফা আন্দোলন এখন বিএনপির একার আন্দোলন নয়, এটা এখন দেশের আপামর মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এই ১০ দফা আন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগে বাধ্য করা হবে। দেশের মানুষের এখন একটাই দাবি, শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের অধীন নির্বাচন হতে হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে বরিশালে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সমাবেশে সেলিমা রহমান এসব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি একযোগে পৃথক পৃথক স্থানে এই মানববন্ধনের আয়োজন করে। এর মধ্যে বরিশাল মহানগর বিএনপি নগরের সদররোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে। এখানে মানববন্ধনে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান।

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে সরকার বিভিন্ন পন্থা অবলম্বন করছে দাবি করে সেলিমা রহমান বলেন, ‘১০ দফার এই শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার ভয় পায়। কারণ, তারা বুঝে গেছে মানুষ এই অবৈধ সরকারের পতনের দাবিতে ঐক্যবদ্ধ। তাই সরকার শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে পাল্টা কর্মসূচি, হামলা, মামলা–নির্যাতনের পথ বেছে নিচ্ছে। কিন্তু এসব করে সরকার পার পাবে না। তাদের পদত্যাগ করেই আমরা ঘরে ফিরব।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি একযোগে পৃথক পৃথক স্থানে এই মানববন্ধনের আয়োজন করে
ছবি: সাইয়ান

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিষয়ে সরকারের সমালোচনা করে সেলিমা রহমান বলেন, সরকার দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করায় সাধারণ মানুষ আজ দিশাহারা। কিন্তু সরকারের তাতে ভ্রুক্ষেপ নেই। বাজারে দাম বাড়িয়ে নিজেদের পকেট ভরছে।

একই সময়ে নগরের জেল খানার মোড় এলাকায় মানববন্ধন করে উত্তর জেলা বিএনপি। এ মানববন্ধনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ। এ ছাড়া নগরের কাকলীর মোড় এলাকায় মানববন্ধন করে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। এখানে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।

উত্তর জেলা বিএনপির সমাবেশে মজিবর রহমান বলেন, সরকার বুঝে গেছে, তাদের পায়ের নিচে মাটি নেই। তাই জনগণকে অভিনব কায়দায় দুর্বল করতে বাজারে দ্রব্যের মূল্য বাড়াচ্ছে। এই বর্ধিত মূল্য বাজার থেকে লুটে নিয়ে নিজেদের আখের গোছাচ্ছে।

বর্তমান সরকারকে অবৈধ দাবি করে মজিবর রহমান বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দখল, লুণ্ঠন, দুর্নীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগের ইতিহাস দেশবাসী জানেন, এ ইতিহাস কখনো পরিবর্তন করা যাবে না।  তাই এই নিশি রাতের ভোটে জয়ী অবৈধ সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।