নারায়ণগঞ্জে কিশোরদের দুটি পক্ষের সংঘর্ষ, শতাধিক বাড়ি-দোকান ভাঙচুর

হামলার আগে দেশিয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে কিশোরেরা। সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায়
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কিশোরদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত কিশোরেরা শতাধিক বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে।

গতকাল সোমবার রাত ৯টার দিকে বেকারির মোড় থেকে গুদারাঘাট পর্যন্ত এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে শহরের মাসদাইর এলাকায় কিশোর মো. সাঈদ ও মো. জুম্মানের দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের সদস্যরা লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে মাসদাইর বেকারির মোড়, গুদারাঘাট, বাড়ৈভাগ এলাকার শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করে।

প্রায় আধাঘণ্টা ধরে চলা তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই সব এলাকার বেশির ভাগ লোকজন ভয়ে মামলা করতে চান না বলে জানিয়েছে পুলিশ।

জানতে চাইলে ওই এলাকার বাসিন্দা আহম্মেদ আলী প্রথম আলোকে বলেন, রাতে বখাটে কিশোরদের দুটি দল দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। অর্ধশতাধিক কিশোর হামলায় অংশ নিয়েছে। এ সময় তারা নির্বিচার দোকান ও বাড়িঘরে ভাঙচুর চালায়। সিসিটিভি ফুটেজে ওই কিশোরদের ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহড়া দিতে এবং ঘরবাড়ির জানালার কাচ ও দোকানে ভাঙচুর চালাতে দেখা যায়।

এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান মাদবর প্রথম আলোকে বলেন, কিশোর দল দুটি শতাধিক বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে অনেকেই ভয়ে মামলা করতে চান না।

ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক। তিনি প্রথম আলোকে বলেন, উঠতি বয়সের বখাটেরা দোকানপাট ও বাড়িঘরে হামলা চালিয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।