পিটিয়ে মারার প্রস্তুতির সময় প্রাণীটিকে বাঁচিয়ে বনে অবমুক্ত করলেন যুবক

দোকানের ভেতরে আটকে রাখা বিপন্ন প্রাণী গন্ধগোকুল। বৃহস্পতিবার রাত ১১টায় গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামে
ছবি: প্রথম আলো

কাঠের ফার্নিচারের দোকানের ভেতর খটখট আওয়াজ। কাছে যেতেই আলমারির পাশে দেখা যায় ধূসর বর্ণের অপরিচিত একটি প্রাণী। আলো জ্বেলে দেখতে গেলেই দাঁত বের করে আক্রমণ করতে তেড়ে আসে। গতকাল বৃহস্পতিবার রাত আটটায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামে একটি দোকানে প্রাণীটি দেখা যায়। পরে প্রাণীটিকে পিটিয়ে মারা প্রস্তুতির সময় সেটিকে উদ্ধার করে স্থানীয় এক যুবক রাত সাড়ে ১১টায় পাশের বনে অবমুক্ত করেন।

প্রাণীটি বিপন্ন তালিকায় থাকা গন্ধগোকুল বলে নিশ্চিত করেছে স্থানীয় বন বিভাগ। স্থানীয় বাসিন্দারা জানান, আক্রমণ করতে আসায় দোকানি আশপাশের লোকজন নিয়ে প্রাণীটি বন্দী করে ফেলেন। পরে প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেলার জন্য প্রস্তুতি নেন তাঁরা। অপরিচিত প্রাণী ধরা পড়েছে জেনে সেখানে উপস্থিত হন স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে কাজল আলী (৩২)। তিনি আটকে রাখা প্রাণীটিকে দেখে গন্ধগোকুল হিসেবে নিশ্চিত হন। এরপর প্রাণীটিকে মারতে বাধা দেন। রাতেই নিজের ফেসবুকে প্রাণীটিকে উদ্ধারের আবেদন জানিয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ফেসবুক পোস্ট দেখে সাড়া দেন বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (ঢাকা) বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা। তাঁর পরামর্শে গন্ধগোকুলটি উদ্ধার করে পাশের বনে ছেড়ে দেন কাজল আলী।

কাজল আলী প্রথম আলোকে বলেন, তিনি প্রথম দেখায় এটি গন্ধগোকুল বলে নিশ্চিত হন। পরে পিটিয়ে মেরে ফেলতে চাওয়া লোকজনকে প্রাণীটি সম্পর্কে বোঝান। প্রাণীটিকে দোকানের একটি আলমারির ভেতরে রেখে ফেসবুকে স্ট্যাটাস দেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ফোন দিয়ে প্রাণীটিকে অবমুক্ত করার কৌশল শিখিয়ে দেন। সেই অনুযায়ী প্রাণীটি উদ্ধার করে পাশের বনে রাত সাড়ে ১১টার দিকে সেটি ছেড়ে দেওয়া হয়েছে। প্রাণীটিকে বাঁচিয়ে দিতে পেরে তাঁর ভালো লাগছে।

বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (ঢাকা) বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা প্রথম আলোকে বলেন, বিষয়টি জানতে পেরে ওই যুবককে ফোন করে প্রাণীটি নিরাপদভাবে অবমুক্ত করার পদ্ধতি শিখিয়ে দেন। ওই যুবক প্রাণীটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন। ওই যুবকের মতো সবাই সচেতন হলে বন্যপ্রাণীরা নিরাপদে থাকবে।