এ ঘটনার বিষয়ে দৌলতপুরে থানার ওসি মজিবুর রহমান বলেন, শিশুদের মধ্যে গন্ডগোলের জের ধরে ধারালো বঁটির আঘাতে সাইফুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকারী মহাবুল ও তাঁর স্ত্রী কনা খাতুনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা নেওয়া হচ্ছে।

এর আগে আজ ভোর পাঁচটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও যুবলীগ কর্মী কাজল হোসেনের (৪২)। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার দৌলতখালী গ্রামে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করা হয়। তিনি দৌলতখালী গ্রামের সুন্নত আলীর ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।