হত্যা
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে আরও এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকায় প্রতিপক্ষের বঁটির আঘাতে প্রাণ যায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক ডিম ব্যবসায়ীর। নিহত সাইফুল ইসলাম একই গ্রামের সামসুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৭) ও প্রতিবেশী মহাবুলের ছেলে মো. সম্পদ (৭) বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে মহাবুল ও সাইফুল ইসলাম তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মহাবুলের স্ত্রী কনা খাতুন রান্নার কাজে ব্যবহৃত একটি ধারালো বঁটি স্বামী মহাবুলের হাতে তুলে দেন। ক্ষুব্ধ মহাবুল প্রতিপক্ষ সাইফুল ইসলামকে বঁটি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করেন। তাঁকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী ঘাতক মহাবুল ও তাঁর স্ত্রী কনা খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনার বিষয়ে দৌলতপুরে থানার ওসি মজিবুর রহমান বলেন, শিশুদের মধ্যে গন্ডগোলের জের ধরে ধারালো বঁটির আঘাতে সাইফুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকারী মহাবুল ও তাঁর স্ত্রী কনা খাতুনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা নেওয়া হচ্ছে।

এর আগে আজ ভোর পাঁচটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও যুবলীগ কর্মী কাজল হোসেনের (৪২)। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার দৌলতখালী গ্রামে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করা হয়। তিনি দৌলতখালী গ্রামের সুন্নত আলীর ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।