নবীগঞ্জে একই স্থানে বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ জেলার মানচিত্র

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দেওয়ায় আজ শুক্রবার বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বিকেলে উপজেলা সদরের নতুন বাজার মোড় এলাকায় এ দুটি সমাবেশের ডাক দেওয়া হয়। এ নিয়ে সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুহীউদ্দিন প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে শহরের নতুন বাজার মোড়ে ১৪৪ ধারা জারি করা হয়। জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রশাসন, বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শুক্রবার বিকেলে নতুন বাজার এলাকায় নবীগঞ্জ পৌর বিএনপি একটি সমাবেশের আয়োজন করে। এ ঘোষণার পর একই স্থানে সমাবেশের ডাক দেয় নবীগঞ্জ পৌর আওয়ামী লীগ। পাল্টাপাল্টি এ কর্মসূচিতে দল দুটির নেতা-কর্মীদের মধ্যে আজ সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর প্রশাসন ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়।

নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত সমাবেশ বাতিল করতে আওয়ামী লীগ একই স্থানে এ সমাবেশ ডেকে অশান্তি তৈরি করে। মূলত তাদের উদ্দেশ্য আমাদের সমাবেশ বাতিল করা। আমরা এ অন্যায়ের নিন্দা জানাই।’

নবীগঞ্জ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ সমাবেশে বিশ্বাসী। এ চিন্তা থেকে তাঁরা সমাবেশের আয়োজন করেছেন। প্রশাসন ১৪৪ ধারা জারি করায় তারাও এ সমাবেশ থেকে বঞ্চিত হলেন।