নাটোরে বিএনপি নেতার বিরুদ্ধে সাবেক ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ

আহ আবু সাঈদকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতেছবি: প্রথম আলো

নাটোর জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজের (৬৫) বিরুদ্ধে সাবেক এক ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আবু সাঈদের (৩৫) বাড়ি গুরুদাসপুরের উদবাড়িয়া গ্রামে। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি। তাঁকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, আবু সাঈদ ফেসবুকে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আবু হেনা মোস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন। এতে ক্ষুব্ধ হয়ে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজের নির্দেশে তাঁর চার কর্মী গতকাল সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ধারাবারিষা উচ্চবিদ্যালয় মাঠে বেধড়ক পিটিয়ে আহত করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উদবাড়িয়া গ্রামের খালেদ সরদার বলেন, ডাক–চিৎকার শুনে তিনি স্কুলমাঠে গিয়ে আবু সাঈদকে আহত অবস্থায় দেখেন। তিনি পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, আবু সাঈদ শরীরে কালশিরা ফোলা জখম নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আঘাত গুরুতর নয়।

এ বিষয়ে বিএনপি নেতা আবদুল আজিজ বলেন, ‘আমি সন্ধ্যা থেকে একটা মাহফিলে ছিলাম। সাঈদকে মারার নির্দেশ দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে আমার রাজনৈতিক প্রতিপক্ষের হয়ে আবু সাঈদ ফেসবুকে আমার বিরুদ্ধে নানা ধরনের কটূক্তিমূলক লেখালেখি করেন। এতে ক্ষুব্ধ হয়ে আমার কিছু অনুসারী তাঁকে নিষেধ করতে গেলে হাতাহাতি হয়। এতে আমার লোকজনও আহত হয়েছে।’

গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে আবু সাঈদ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, নাটোর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আবু হেনা মোস্তফা কামাল নাটোর-৪ (গুরুদাসপুর) আসনের প্রয়াত সংসদ সদস্য মোজাম্মেল হকের ছেলে। তাঁর সঙ্গে যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে।