কালিয়াকৈর পৌর মেয়রকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে স্বপদে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ বুধবার সকালে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় অবরোধ সৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ ২০ বছর ধরে মজিবুর রহমান কালিয়াকৈর পৌরসভার মেয়রের দায়িত্বপালন করেছেন। এ সময় তিনি পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। সারা দেশে মেয়র ও কাউন্সিলররা পলাতক থাকলেও মেয়র মজিবুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে থেকে আন্দোলন করেছেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে থেকে রাজপথে কারফিউ ভেঙে কোটাবিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন। সেই মজিবুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে, যা কালিয়াকৈর পৌরবাসীর কাম্য নয়। আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে ভোট নিয়ে বিতর্ক থাকলেও এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থন ও ভোটারদের উপস্থিতির কারণে তিনি বারবার নির্বাচিত হন। সব দল ও মতের মানুষের কাছে তাঁর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। এ অবস্থায় তাঁর অপসারণ মানতে পারছেন না সাধারণ মানুষ।
মজিবুরকে পুনর্বহালের দাবিতে নাগরিক কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় আয়োজিত ওই বিক্ষোভ কর্মসূচিতে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী সমবেত হন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে তাঁরা অবরোধ সৃষ্টি করেন। এ সময় উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা কর্মসূচি শেষ করে বাড়িতে ফিরে গেলে প্রায় দুই ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল শুরু হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ব্যবসায়ী নেতা শাহ এরশাদ ফকিরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেন, সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, চন্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউছুফ মিয়া, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি সামছুল আলম সরকার, মৌচাক ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম, শিক্ষার্থীদের সমন্বয়ক মো. সিয়াম হোসেন প্রমুখ।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি, জামায়াত নেতা–কর্মী ছাড়া খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী সমাবেশে অংশ নেন।