খুলনায় সাংবাদিক মামুন রেজার মৃত্যু

মামুন রেজাছবি: সংগৃহীত

চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সমকালের খুলনা ব্যুরোপ্রধান মামুন রেজা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা সদরের হাজী মেহের আলী সড়কে নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মামুন রেজা। পরে অচেতন অবস্থায় খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতিসংঘ শিশুপার্ক মাঠে মামুন রেজার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে খুলনা প্রেসক্লাব চত্বরে সহকর্মী, ক্লাবের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর প্রতি শ্রদ্ধা জানান। আজ শনিবার দুপুরে দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানের সঙ্গে সিঙ্গাপুর ও মালয়েশিয়া ঘুরে গতকাল ভোরে ঢাকায় ফেরেন মামুন রেজা। এরপর সকাল ১০টার দিকে খুলনায় নিজ বাসায় ফিরে যান। রাতে তিনি মারা যান।