পদ্মা নদীর ২১ কেজির এক পাঙাশ বিক্রি হলো ৩৬ হাজার টাকায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে প্রায় ২১ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ৩৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ বুধবার সন্ধ্যার দিকে দৌলতদিয়া ঘাট বাজারে মাছটি বিক্রি হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার আগে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে বাহির চর দৌলতদিয়া কলার বাগান এলাকায় কিছু জেলে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন। কিছুক্ষণ পর জালে ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। এ সময় জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় আকারের এক পাঙাশ। তাৎক্ষণিক বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাটে। এ সময় দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ নিলামে পাঙাশটি কেনেন।
শাহজাহান শেখ জানান, বুধবার সন্ধ্যার আগে দৌলতদিয়ার ৬ নম্বর ঘাটে যান। এ সময় দৌলতদিয়া ঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহন মণ্ডলের আড়তে পাঙাশটি তোলা হয়। ওজন দিয়ে দেখেন প্রায় ২১ কেজি হয়েছে। পরে বিক্রির জন্য নিলামে তোলা হয়। এ সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ৬৭০ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।
শাহজাহান শেখ বলেন, পাঙাশ মাছটি কেনার পর পরিচিত ব্যক্তিদের সঙ্গে তিনি যোগাযোগ করতে থাকেন। পরে সন্ধ্যা ছয়টার দিকে সিলেটের মৌলভীবাজার এলাকার জালাল উদ্দিন নামের এক লন্ডনপ্রবাসী পাঙাশটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন। মাছটি এখন মৌলভীবাজার পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।