প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে সিরাজগঞ্জের ছয়টি পাঠাগার পেল বই উপহার

সিরাজগঞ্জ জেলার ছয়টি পাঠাগারে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে বই উপহার দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরেছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের ছয়টি পাঠাগারে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে বই উপহার দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন।

বই পাওয়া পাঠাগারগুলো হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার, শাহজাদপুর পৌর শহরের রবীন্দ্র পাঠাগার, উল্লাপাড়া পৌর শহরের উল্লাপাড়া যুব সংঘ পাঠাগার, বেলকুচি উপজেলার তামাই গ্রামের বর্তিকা মানবিক কল্যাণ পাঠাগার, সিরাজগঞ্জ পৌর শহরের ফারাজ আইয়াজ স্মৃতি পাঠাগার ও কাজীপুর উপজেলার সোনামুখী নবজাগরণী ক্রীড়া সংঘ পাঠাগার।

আয়োজকেরা বলেন, বিকাশ সারা বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ৭৫ হাজার বই বিতরণ করবে। আর এই উদ্যোগের সহযোগী হিসেবে আছে প্রথম আলো ট্রাস্ট। এই উদ্যোগে সহায়তা করতে বিকাশ অ্যাপের মাধ্যমে প্রথম আলো ট্রাস্টে বই কেনার জন্য যে কেউ চাইলে অনুদানও দিতে পারেন। ইতিমধ্যে অনেক মানুষের ছোট ছোট অনুদানকে এক করে এই উদ্যোগের আওতায় ২০২২ সাল পর্যন্ত ৭২ হাজার ৫০০টি বই বিতরণ করা হয়েছে। বর্তমানে ২০২৩ সালের বই বিতরণ কার্যক্রম চলছে।

বই বিতরণ–পূর্ববর্তী এক আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা মো. জেল হোসেন, পৌর শহরের জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আরিফুল গণি, প্রদীপ সাহা, আবদুস সালাম, সভাপতি নাঈম সেখ, সাধারণ সম্পাদক গোলাম রেজা ই-রাব্বি, উপদেষ্টা প্রদীপ সাহা, সভাপতি নাঈম ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রেজা ই রাব্বি, সাংগঠনিক সম্পাদক রাসেল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুনছুর রাব্বি, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, অর্থ সম্পাদক জুবায়ের ছাব্বির, পাঠাগার সম্পাদক তুলি খাতুন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক লিপা রানী প্রমুখ বক্তব্য দেন।

বই পাওয়ার পর পাঠাগারের পক্ষ থেকে বিকাশ ও প্রথম আলো ট্রাস্টকে শুভেচ্ছা জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারের সভাপতি ইসমাইল হোসেন বলেন, ‘উপহারের বইগুলো পেয়ে আমরা আনন্দিত। এসব বইয়ের মাধ্যমে আমাদের পাঠাগারটি আরও সমৃদ্ধ হবে। এসব বই এলাকার তরুণ প্রজন্ম ও পাঠকদের পাঠাভ্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ফারাজ আইয়াজ স্মৃতি পাঠাগারের সভাপতি প্রদীপ সাহা বলেন, বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না। অথচ বর্তমানে তরুণ প্রজন্ম বই পড়ে না। তাদের বইমুখী করতে হবে। কাজেই বর্তমান সময়ে বিকাশ ও প্রথম আলো ট্রাস্টের এ উদ্যোগ প্রশংসনীয় কাজ। বিকাশ ও প্রথম আলো ট্রাস্ট থেকে শিশুদের উপযোগী বেশ কিছু বই দেওয়ায় শিশুরা উপকৃত হবে। বইগুলো তাদের পাঠাগারে যেতে আরও উৎসাহিত করবে।

সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন, বর্তমান সময়ে কিশোর-কিশোরীরা স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। এসব পথ থেকে তাদের ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো, তাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা। কিন্তু সে অনুপাতে পাঠাগার নেই। থাকলেও পর্যাপ্ত বই নেই। এই বাস্তবতায় বিকাশ ও প্রথম আলো ট্রাস্টের বই বিতরণ দৃষ্টান্তমূলক উদ্যোগ ও প্রশংসনীয়। এই ধারা অব্যাহত থাকলে পাঠাগারে পাঠকসংখ্যা বাড়বে। দেশের মানুষ আলোকিত হবে।