গোর-এ-শহীদ ময়দানে ঈদের নামাজ আদায়
ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে দেশের অন্যতম বৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এক মাস রোজা রাখার পর মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে মুসুল্লিরা এখানে স্বতঃস্ফূর্তভাবে নামাজ পড়তে আসেন।
আজ শনিবার সকাল নয়টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত শুরু হয়। আয়োজকেরা জানান, ঐতিহাসিক ঈদের জামাতে অংশ নিতে সদর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের কয়েকটি জেলার মানুষ এখানে আসেন। নামাজে ইমামের দায়িত্ব পালন করেছেন দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল হক কাসেমি।
বৃহৎ ঈদ জামাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ছিল গোয়েন্দা নজরদারি। র্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও ছিলেন তৎপর।
ঈদের জামাতে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সময় হুইপ ইকবালুর রহিম বলেন, আয়তনের দিক দিয়ে এটি উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। এর আয়তন প্রায় ২২ একর। এবার দিনাজপুরসহ পাশের বিভিন্ন জেলার ছয় থেকে সাত লাখ মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেছেন।
হুইপ আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থায়নে এ মাঠের সুন্দর মিনারটি নির্মিত হয়েছে। ভবিষ্যতে এটিকে আরও সুন্দর করার পরিকল্পনা রয়েছে।