মানিকগঞ্জে রাজনৈতিক সভা শেষে ফেরার পথে যুবদল নেতাসহ চারজনকে কুপিয়ে আহত

হামলায় আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান ওরফে তুষারসহ চারজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে মানিকগঞ্জ জেলা সদরের নবগ্রাম ইউনিয়নের সুরুপাই এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে জাহিদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অন্য ব্যক্তিরা হলেন হরিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা শাকিল মোল্লা, যুবদল নেতা মাছুম শিকদার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলমাছ মিয়া।

প্রত্যক্ষদর্শী ও আহত দুজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা সদরের গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানের বাসায় রাজনৈতিক সভায় গিয়েছিলেন তাঁরা। সভা শেষে দুটি মোটরসাইকেলে করে তাঁরা চারজন হরিরামপুর উপজেলায় বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের সুরুপাই এলাকায় তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো চাপাতি ও রামদায়ের আঘাতে চারজন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গিলন্ড এলাকায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে আজ বৃহস্পতিবার ভোরে যুবদলের নেতা জাহিদুর রহমানকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

যুবদল নেতা শাকিল মোল্লা বলেন, দুটি মোটরসাইকেলে করে তাঁরা চারজন হরিরামপুরে বাড়িতে ফিরছিলেন। আন্ধারমানিক মোড় এলাকায় পেছন থেকে চার-পাঁচটি মোটরসাইকেলে থাকা লোকজন তাঁদের নজরে রাখে। সরুপাই এলাকায় পৌঁছার পর পাঁচটি মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেল অতিক্রম করে সামনে গিয়ে গতি রোধ করে। এরপর তাঁদের ধারালো চাপাতি ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেলে করে চলে যায়। তবে তাঁরা হামলাকারীদের চিনতে পারেননি।
জাহিদুর রহমানের মামা উপজেলা বিএনপির সহসভাপতি ওবায়দুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন এই হামলা করে থাকতে পারেন। এ ব্যাপারে তাঁরা থানায় মামলা করবেন। গুরুতর আহত হওয়ায় তাঁর ভাগনে জাহিদুরকে ঢাকায় ট্রমা সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই হামলার বিষয়ে জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারবিরোধী প্রতিটি কর্মসূচিতে যুবদল নেতা জাহিদুর রহমানের সক্রিয় অংশগ্রহণ করতেন। এই কারণে প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা এই হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলার প্রতিবাদে আজ দুপুরে হরিরামপুর উপজেলা সদরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হবে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, হরিরামপুরে যুবদলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে এই ঘটনায় আজ বেলা ১১টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।