রায়পুরায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রায়পুরায় আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার আগমুহূর্তে মেথিকান্দা রেলস্টেশন-সংলগ্ন খাগচক এলাকায়ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশন-সংলগ্ন খাগচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ। বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁর পরনে ছিল নীল জিনসের প্যান্ট ও কালো রঙের শার্ট।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ওই যুবক মুঠোফোন হাতে খাগচক এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটির হুইসেল বাজালেও ওই যুবক শুনতে পাননি। এ সময় ট্রেনে কাটা পড়ে তাঁর দুই পা ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

রেলওয়ে পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নাজিউর রহমান ঘটনাস্থলে যান। তিনি নিহত যুবকের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে পাঠান। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মো. নাজিউর রহমান প্রথম আলোকে বলেন, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। লাশের পাশে একটি ভাঙা মুঠোফোন পাওয়া গেছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।