পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই ট্রাকটি নিয়ে দুলাল মিয়া ও কাউসার ফেঞ্চুগঞ্জে যাচ্ছিলেন। ট্রাকটি কটালপুর এলাকায় পৌঁছালে এক‌টি চাকা ফেটে যায়। এ সময় ট্রাক‌টি থামিয়ে দুলাল ও কাউসার ক্ষতিগ্রস্ত চাকাটি সারানোর চেষ্টা করেন। এ‌ সময় আরও একটি চাকা আচমকা ফেটে যায়। এতে দুলাল ও কাউসার চাকার আঘাতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ওই সময়ই স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর চি‌কিৎসক কাউসার আহমদকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন জানান, ট্রাকের চাকা ফেটে ওই তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের লাশ সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।