মেরামতের সময় ফেটে গেল ট্রাকের চাকা, ছিটকে পড়ে চালকের সহকারী নিহত
সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রাকের চাকা ফেটে ওই ট্রাকের চালকের সহকারী কাউসার আহমদ (২২) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা একটার দিকে ফেঞ্চুগঞ্জ সড়কের কটালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।
নিহত কাউসার আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলার ধলাইপাড়া গ্রামের মাহমুদ হোসেনের ছেলে। আহত চালক দুলাল মিয়াও (৩০) একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই ট্রাকটি নিয়ে দুলাল মিয়া ও কাউসার ফেঞ্চুগঞ্জে যাচ্ছিলেন। ট্রাকটি কটালপুর এলাকায় পৌঁছালে একটি চাকা ফেটে যায়। এ সময় ট্রাকটি থামিয়ে দুলাল ও কাউসার ক্ষতিগ্রস্ত চাকাটি সারানোর চেষ্টা করেন। এ সময় আরও একটি চাকা আচমকা ফেটে যায়। এতে দুলাল ও কাউসার চাকার আঘাতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ওই সময়ই স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক কাউসার আহমদকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন জানান, ট্রাকের চাকা ফেটে ওই তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।