কাশিয়ানীতে আধিপত্য বিস্তারে দুই চাচাতো ভাইয়ের সংঘর্ষে একজন নিহত

গোপালগঞ্জ জেলার মানচিত্র

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। সংঘর্ষের সময় উভয় পক্ষের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আজ সোমবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তির নাম মান্নান শেখ (৬৫)। তিনি খায়েরহাট গ্রামের বাসিন্দা। সংঘর্ষের ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। দুজন সম্পর্কে চাচাতো ভাই। গতকাল বিকেলে খায়েরহাট সেতুর কাছে মান্নান শেখের পক্ষের রঞ্জু শেখ ও হেমায়েত শেখের পক্ষের রাসেল শেখের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এ সময় উভয়ই দেখে নেওয়ার হুমকি দেয়। এর জেরে আজ সকাল সাড়ে ছয়টার দিকে দুই পক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা চালায় এবং সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকাল মান্নান শেখ গুরুতর আহত হন। তাঁর শরীরে কোপ ও আঘাতের চিহ্ন আছে। এ সময় উভয় পক্ষের আরও ছয় থেকে সাতজন আহত হন। মারাত্মক আহত মান্নান শেখকে কাশিয়ানী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বলেন, আহত ব্যক্তিদের মধ্যে একজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা গ্রেপ্তার এড়াতে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।