পঞ্চগড়ে অসুস্থ অবস্থায় মদনটাক উদ্ধার, পরে মৃত্যু

পঞ্চগড়ের বোদা পৌরসভার জমিদারপাড়া এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে একটি মদনটাক উদ্ধার করা হয়ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া একটি মদনটাক মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বোদা পৌরসভার জমিদারপাড়া (কলাপাড়া) এলাকা থেকে পাখিটি উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি। বিকেলে বন বিভাগের কর্মকর্তারা পাখিটি নিয়ে যান। পরে রাতে মদনটাকটি মারা যায়।

বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, তীব্র তাপপ্রবাহের কারণে এবং খেতের কীটনাশকযুক্ত খাবার খেয়ে মদনটাকটি অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করেও পাখিটিকে বাঁচানো সম্ভব হয়নি।

বোদা পৌরসভার জমিদারপাড়া (কলাপাড়া) এলাকা থেকে মদনটাকটি উদ্ধার করেছিলেন কৃষক সাকিব ইসলাম (২২)। তিনি বলেন, ‘দুপুরে বাড়ির পশ্চিম পাশে বাদাম খেতে কাজ করছিলাম। এর পাশেই বাঁশঝাড়। সেখানে খেতের ধারে একটি মেহগনি গাছ থেকে ধপ করে কী যেন পড়ে যাওয়ার শব্দ হলো। পাশ ফিরে তাকাতেই দেখি, বড় আকৃতির একটি পাখি পড়ে গিয়ে ঝিমাচ্ছে। তখন প্রচণ্ড রোদ। কাছে গিয়ে পাখিটিকে ধরে দেখি পুরো শরীর গরম হয়ে গেছে। পরে বাড়িতে এসে ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বানিয়ে পাখিটাকে খাওয়ালাম। মাথায় পানি ঢেলে দেওয়ার কিছুক্ষণ পর পাখিটা ডানাগুলো নাড়াচাড়া করছিল।’

সাকিব ইসলাম জানান, বড় আকারের পাখি ধরা পড়েছে, এ খবর শুনে আশপাশের এলাকার মানুষ এসে ভিড় করেন। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা এসে পাখিটাকে নিয়ে যান। বন বিভাগের লোকজন জানান, এটা মদনটাক পাখি।

আরও পড়ুন

বোদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ আবদুস সোবহান মুঠোফোনে বলেন, গতকাল বিকেল পাঁচটার পর বন বিভাগের কর্মকর্তারা মদনটাকটিকে হাসপাতালে এনেছিলেন। ওই সময় সেটি খুবই দুর্বল অবস্থায় ছিল। ঠিকমতো হাঁটতে পারছিল না। চিকিৎসা দেওয়ার পর তাঁরা পাখিটিকে নিয়ে যান।

বন বিভাগের বোদা উপজেলা সামাজিক বনায়ন নার্সারি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল করিম আজ বুধবার সকালে জানান, তীব্র তাপপ্রবাহের সঙ্গে মদনটাকটি কোনো ফসলের খেতে ছিটানো কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। উদ্ধার করার পর পাখিটি খাবার খেতে পারছিল না। রাত আটটার দিকে মদনটাকটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রাপ্তবয়স্ক পাখিটির উচ্চতা ছিল প্রায় সাড়ে তিন ফুট। তবে উচ্চতা অনুযায়ী এর ওজন ছিল খুবই কম। পাখিটির ওজন সর্বোচ্চ দুই কেজি হতে পারে।