চট্টগ্রাম নগরের খাল থেকে মরদেহ উদ্ধার

মরদেহপ্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে টাইগারপাস মোড়ে সিএনজি স্টেশন–সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মো. মামুন বলে জানিয়েছে পুলিশ। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা বেলা ১১টার দিকে টাইগারপাস মোড়ে সিএনজি স্টেশন–সংলগ্ন খালে লাশ দেখতে পেয়ে পুলিশে জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে থাকা খুলশী থানার উপপরিদর্শক নাইমুর রহমান প্রথম আলোকে লাশের পরিচয় নিশ্চিত করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, লাশের গায়ে গেঞ্জি রয়েছে। আবার কোমরে লুঙ্গি প্যাঁচানো ছিল। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বাকিটা ময়নাতদন্তের পর বলা যাবে।