লক্ষ্মীপুরে যুবকের বিরুদ্ধে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মো. সুমন নামের এক যুবকের বিরুদ্ধে তাঁর সাবেক স্ত্রী রাশেদা আক্তার (২২) ও শ্বশুর বাদশা মিয়াকে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় শাশুড়ি আঙ্কুরী বেগমকে (৪৫) কুপিয়ে আহত করা হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত সুমন পালিয়ে যায়। নিহত বাদশা মিয়া চরকলাকোপা গ্রামের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, চট্টগ্রামের বাসিন্দা সুমনের সঙ্গে নিহত রাশেদার বিয়ে হয়েছিল। বিয়ের পর রাশেদাকে নির্যাতন করতেন সুমন। এ জন্য রাশেদাকে তাঁর মা–বাবা নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে তাঁকে এলাকার অন্য এক যুবকের সঙ্গে বিয়ে দেন। সুমন তাঁর স্ত্রীর বিয়ের বিষয়টি জানতেন না। আজ সন্ধ্যায় স্ত্রীকে নিতে এসে বিয়ের বিষয়টি জানতে পারেন সুমন। এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রাশেদা, শ্বশুর বাদশা ও শাশুড়ি আঙ্কুরী বেগমকে কুপিয়ে পালিয়ে যান সুমন। এ সময় ঘটনাস্থলেই রাশেদা ও বাদশা নিহত হন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, নৃশংসভাবে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাঁর সাবেক স্ত্রীকে অন্য জায়গায় বিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সুমন ঘটনাটি ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।