নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শফিকুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

নিহত শফিকুলের স্ত্রী তাছলিমা আক্তার গতকাল বুধবার বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলাটি করেন। এ নিয়ে নারায়ণগঞ্জে সাতটি মামলার মধ্যে ছয়টিতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে আসামি করা হয়েছে।

গতকাল শফিকুল হত্যার ঘটনায় মামলা করার তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম (বাবু), কায়সার হাসনাতসহ ৪৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে আছেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র সুন্দর আলী, ফেনী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট তাঁর স্বামী শফিকুল, ভাশুর–দেবরসহ সচেতন নাগরিক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে আসামিরা সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার বালুয়াকান্দী গ্রামে তাঁর স্বামীকে গালিগালাজ করতে থাকেন। শফিকুল গালমন্দ করতে নিষেধ করায় আসামিদের নির্দেশে আনসার আলীর হুকুমে রিফাতের হাতে থাকা চায়নিজ কুড়াল দিয়ে কোপ দিয়ে তাঁকে রক্তাক্ত জখম করা হয়। পরে আসামি ইয়াসিন তাঁর স্বামীর মুখে গামছা বেঁধে দেন, যাতে আওয়াজ না হয়। ঘটনাস্থলেই তাঁর স্বামীর মৃত্যু হয়।

আরও পড়ুন