মেহেরপুরে বিদ্যালয় থেকে ফেরার পথে শ্যালো ইঞ্জিনচালিত পরিবহনের চাপায় শিশু নিহত
মেহেরপুর সদর উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে শ্যালো ইঞ্জিনচালিত পরিবহনের (আলগামনের) চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম সাইফ হোসেন (৯)। সে গোভিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সাইফ গোভিপুর গ্রামের ধাপাড়ি পাড়ার স্বাধীন হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী একরামুল হক প্রথম আলোকে বলেন, বিদ্যালয় থেকে সাইফ হোসেন ও তার সহপাঠী নাসিরুল্লাহ সাইকেলে করে বাড়ি ফিরছিল। সাইফ সাইকেলটি চালাচ্ছিল। আর নাসিরুল্লাহ সাইকেলের পেছনে বসা ছিল। গোভিপুর গ্রামের বাজার পার হলে রাস্তা খারাপ দেখে হঠাৎ সাইকেলের পেছন থেকে লাফ দিয়ে নেমে পড়ে নাসিরুল্লাহ। এতে সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায় সাইফ। এ সময় বিপরীত দিক থেকে আসা পাটখড়ি বহনকারী একটি শ্যালো ইঞ্জিনচালিত আলগামন সাইফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফ মারা যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত শিশুটির লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।