বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে জেলের মৃত্যু

মৃত্যু
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মনিরুল গাজী (২৭) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ওই জেলেকে সাপে কাটে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ শামসুল আরেফীন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অবস্থায় সঙ্গী জেলেরা মনিরুল গাজীকে উদ্ধার করে সন্ধ্যার দিকে দুবলার চরের আলোরকোল শুঁটকিপল্লিতে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া মনিরুল গাজী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামের মনোহর গাজীর ছেলে। তিনি সুন্দরবনের দুবলার চরের আলোরকোল শুঁটকিপল্লির জেলে।

এসিএফ মোহাম্মদ শামসুল আরেফীন বলেন, আলোরকোলের শুঁটকিপল্লির মনিরুল গাজীসহ দুই জেলেকে সাগরে মাছ ধরার সময় সাপে কাটে। তাঁদের মধ্যে মনিরুল গাজীকে আলোরকোলে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। অপর জেলকে আলোরকোল থেকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা হয়েছেন অন্য জেলেরা। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।