লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে একটি ফাঁকা মাঠ থেকে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল আটটার দিকে টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আঙুলের ছাপ অনুযায়ী নিহত ব্যক্তির নাম মো. মোশারফ হোসেন (২৫)। বাবার নাম আলী হোসেন। তাঁর বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার কুড়িহাটিয়া গ্রামে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ কেউ বলছেন, তিনি টঙ্গীতে রিকশা চালাতেন। তবে এ ব্যাপারে এখনো পুরোপুরি নিশ্চিত নয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠের আশপাশে অনেক মানুষের ঘরবাড়ি। মাঝে ছোট একটি ফাঁকা জায়গা। সেখানে নির্মাণকাজে ব্যবহৃত ইট রাখা আছে। আজ সকালে হঠাৎ ওই জায়গায় এক তরুণের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক এ আর এম শাফায়েত উসমান প্রথম আলোকে বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ভয় পেয়ে যান। এ নিয়ে এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের লাশ উদ্ধার করেন। তিনি বলেন, নিহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাত আছে। এটা হত্যাকাণ্ড, সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে, সেটা এখনো জানা যায়নি। নিহত ব্যক্তির আঙুলের ছাপ অনুযায়ী তাঁরা যে ঠিকানা পেয়েছেন, সেখানে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এলে প্রকৃত ঘটনা জানা যাবে।