খুলনায় রূপসা সেতু এলাকায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দুজন নিহত

খুলনায় দুর্ঘটনাকবলিত অটোরিকশা। আজ সকালে নগরের রূপসা সেতুর পশ্চিম প্রান্তে দারোগার লিজ এলাকায়ছবি: সংগৃহীত

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে নগরের রূপসা সেতুর (খানজাহান আলী সেতু) পশ্চিম প্রান্তে দারোগার লিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন; এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

নিহত ব্যক্তিরা হলেন ইজিবাইকের চালক রফিকুল ইসলাম (৫৬) ও যাত্রী তানজিল (১২)। তাঁরা দুজনই ঘটনাস্থলে নিহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। আহত চারজনই ইজিবাইকের যাত্রী। তাঁদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লবণচরা থানা ক্যাম্প ইনচার্জ (আইসি) উপপরিদর্শক আবদুর রহিম জানান, আজ ভোরের দিকে চাঁদপুর থেকে আসা কয়েক যাত্রী খুলনায় আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। তাঁরা বাস থেকে নেমে একটি ইজিবাইকে উল্টো পথে যাচ্ছিলেন। এ সময় বাগেরহাট থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইকটিকে জোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক কিশোর যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন চালক ও তাঁর সহকারী। তাঁদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।