প্রেমের ফাঁদে ফেলে জিম্মি, তরুণীসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তারপ্রতীকী ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মারধর ও টাকা আদায়ের অভিযোগে করা মামলায় এক তরুণীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মুন্সিরচর গিমাডাঙ্গা এলাকার ইয়াছিন শেখ (২৫) ও মাগুরার শিমুলিয়া এলাকার সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার (২৫)। তাঁরা আশুলিয়ার শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
মামলার বাদীর (২৫) বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরের পেচুয়াধারা এলাকায়। তিনি থাকেন রাজধানীর মিরপুরে।

সংবাদ সম্মেলনে শাহিনুর কবির জানান, সম্প্রতি একটি ডেটিং সাইটের মাধ্যমে বাদীর সঙ্গে সুমির পরিচয় হয়। ওই তরুণী তাঁকে সম্প্রতি আশুলিয়ার জামগড়া এলাকায় দেখা করতে বলেন। পরে ২০ জুন রাত ৯টার দিকে তিনি আশুলিয়ায় যান। একপর্যায়ে সুমির নির্দেশনায় তিনি আশুলিয়ার চিত্রাশাইল এলাকায় তিনতলা একটি ভবনের নিচে মোটরসাইকেল রেখে ছাদে যান। সেখানে বাদীকে আটকে মারধর করেন সুমি ও ইয়াছিন। একপর্যায়ে তাঁরা ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে তাঁরা মুক্তিপণ হিসেবে ১২ হাজার ৭০০ টাকা, একটি আইফোন, ইস্টার্ন ব্যাংকের এটিএম কার্ড ও মোটরসাইকেলের চাবি নিয়ে নেন। এ ঘটনায় ২৫ জুন আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেন বাদী।

পুলিশের দাবি, ইয়াছিন ও সুমি দীর্ঘদিন ধরে প্রেমের ফাঁদে ফেলে মানুষজনকে জিম্মি করেন। পরে মারধর ও চাঁদা আদায় করেন। অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।