সিলেটে বাড়ির ওপর টিলা ধসে শিশুর মৃত্যু

সিলেট খাদিম চা–বাগানে টিলা ধসে স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্য জনপ্রতিনিধিরা। আজ সকালে
ছবি: প্রথম আলো

সিলেটে অতিবৃষ্টির ফলে টিলা ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাতে উপজেলার খাদিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) খাদিম চা-বাগানে এ ঘটনা ঘটে। বাড়ির ওপর টিলার মাটি ধসে ঘুমন্ত অবস্থায় ওই শিশু চাপা পড়ে মারা যায়। বিষয়টি খাদিমনগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম অর্চনা ছত্রী (১১)। সে খাদিম চা-বাগানের শ্রমিক বুলবুল ছত্রীর মেয়ে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুলবুল ছত্রীর বাড়ি টিলার পাদদেশে। দুই দিন ধরে বৃষ্টির ফলে আজ ভোর চারটার দিকে টিলাটি ধসে পড়ে। এতে বুলবুল ছত্রীর বাড়ি টিলার মাটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন গিয়ে মাটির নিচ থেকে বুলবুল ছত্রী, তাঁর স্ত্রী এবং চার বছরের ছেলেকে উদ্ধার করে। তবে এ সময় তাঁদের মেয়ে অর্চনাকে পাওয়া যাচ্ছিল না। পরে প্রায় দুই ঘণ্টা পর অর্চনাকে ঘরের মধ্যে মাটিচাপা অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

বাড়ির ওপর টিলার মাটি ধসে ঘুমন্ত অবস্থায় বুলবুল ছত্রী, তাঁর স্ত্রী এবং দুই শিশুসন্তান চাপা পড়ে। এর মধ্য মেয়ে অর্চনা মারা যায়।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার প্রথম আলোকে বলেন, সিলেটে দুই দিন ধরে অতিবৃষ্টির ফলে টিলা এবং এর পাদদেশে বসবাসকারীদের সতর্ক করা হচ্ছিল। এ জন্য একাধিকবার মাইকিং করা হয়েছে। আজও মাইকিং করা হচ্ছে। এর মধ্যে আজ ভোররাতে টিলার মাটি ধসে এক শিশু মারা গেছে। খবর পেয়ে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা নিহত শিশুর পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আরও ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

ইউএনও বলেন, বিকেলে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক হবে। বৈঠকে টিলা ধসের বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।