চকরিয়ায় স্ত্রী হত্যার মামলায় লামা থেকে স্বামী গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার মামলায় স্বামী শওকত হাসান ওরফে মেহেদীকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১২টার দিকে লামা থানার পুলিশ তাঁকে চকরিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
শওকত হাসান চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আজমউল্লাহ পাড়ার বাসিন্দা মৌলভী আবুল হাশেমের ছেলে।
পুলিশ জানায়, গতকাল দুপুরে চকরিয়া পৌরসভার মজিদিয়া মাদ্রাসা পাড়ায় শ্বশুর আবদুল হামিদের বসতঘরে ঢুকে শওকত হাসান তার স্ত্রী উম্মে হাফছা ও শাশুড়ি পারভীন আকতারকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাফছাকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য পারভীন আকতারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ছুরিকাঘাতে উম্মে হাফছাকে হত্যার ঘটনায় গতকাল রাত সোয়া ১২টার দিকে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তাঁর বাবা আবদুল হামিদ। এতে শওকত হাসান ছাড়াও তার বাবা মৌলভী আবুল হাশেম, মা মমতাজ বেগম ও বোন সুমাইয়া আকতারকে আসামি করা হয়। এ ছাড়া আরও দু-তিনজনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, শওকত হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আজ শনিবার আদালতে পাঠানো হয়।