জয়পুরহাট জেনারেল হাসপাতালের একটি কক্ষে আগুন, আতঙ্কে রোগীরা বাইরে

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে গতকাল রাতে আগুন লাগে। আতঙ্কে রোগীরা নিচে চলে আসেন
ছবি: সংগৃহীত

২৫০ শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে আগুন লেগেছিল। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আতঙ্কে  হাসপাতালের দ্বিতীয় তলায় নারী ওয়ার্ডের রোগীরা দ্রুত হাসপাতালের বাইরে চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, ‘আগুন লেগে আমার কক্ষের পর্দা পুড়েছে। এ ছাড়া অন্য কোনো ক্ষতি হয়নি। ধোঁয়ার কারণে ওয়ার্ডের রোগীরা আতঙ্কে বাইরে চলে এসেছিলেন।’

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের দ্বিতীয় তলায় নারী ওয়ার্ড আছে। ওয়ার্ডের সামনেও রোগী ও তাঁদের স্বজনেরা ছিলেন। ওয়ার্ডের এক পাশে তত্ত্বাবধায়কের কার্যালয়। রাত একটার পর হঠাৎ তত্ত্বাবধায়কের কার্যালয়ের কক্ষে আগুন জ্বলছিল। আতঙ্কে ওয়ার্ডের রোগীরা দ্রুত নিচে নেমে আসেন। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

হাসপাতালে থাকা রোগীর স্বজন ফাহিমা আক্তার বলেন, ‘রাতে দ্বিতীয় তলায় রোগীর সঙ্গে ছিলাম। রাত একটার পর হঠাৎ ধোঁয়ায় আচ্ছন্ন হয়। আমরা তত্ত্বাবধায়কের কার্যালয়ে আগুন দেখে ভয়ে রোগীকে নিয়ে নিচে নেমে এসেছি।’

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমরা রাত সোয়া একটার দিকে হাসপাতালে আগুন লাগার খবর পেয়েছি। আমরা দুটি ইউনিট দ্রুত এসে দেখি, হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে আগুন জ্বলছে। আমরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’