সুন্দরবনে বাঘের থাবায় জেলে আহত

সুন্দরবনে বাঘের থাবায় গুরুতর আহত জেলে অনুকূল গাইন। শুক্রবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: সংগৃহীত

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের থাবায় এক জেলে আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জেলের নাম অনুকূল গাইন (৩৫)। তিনি উপজেলার পশ্চিম আমরবুনিয়া গ্রামের বাসিন্দা।

সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীর বলেন, অনুমতি নিয়ে পশ্চিম আমরবুনিয়া গ্রামের মাহবুব শেখ ও অনুকূল গাইন আজ সকালে সুন্দরবনের জিউধারা স্টেশনের একটি খালে মাছ ধরছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে পেছন থেকে অনুকূলকে থাবা দেয় একটি বাঘ। এ সময় মাহমুদ শেখের চিৎকারে আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক ছুটে এসে অনুকূলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা কামাল হোসেন বলেন, বাঘের থাবায় ওই ব্যক্তির মেরুদণ্ড, পাঁজর ও পেটে ক্ষত হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে এই হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।