পাকুন্দিয়ায় রড দিয়ে দুজনকে পিটিয়ে টাকার ব্যাগ ছিনতাই

ছিনতাইয়ের শিকার হওয়ার পর চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন মকবুল হোসেন
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের পাকুন্দিয়া বাজারে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় দুজনকে রড দিয়ে পিটিয়ে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার বেলা সোয়া দুইটার দিকে পাকুন্দিয়া বাজারের অগ্রণী ব্যাংকের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত দুজন হলেন মকবুল হোসেন (৫৫) ও তাঁর সহযোগী মাহবুবুর রহমান (৪৫)। আহত মকবুল পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মৃত নিজাম উদ্দিন প্রধানের ছেলে। তিনি ঢাকার একটি আবাসন প্রকল্পের ব্যবসায়ী। আহত মাহবুবুর একই উপজেলার সুখিয়া এলাকার কেরামত আলীর ছেলে। তিনি স্থানীয় ব্যবসায়ী।

আহত ব্যবসায়ী মকবুল হোসেন বলেন, বেলা সোয়া দুইটার দিকে পাকুন্দিয়া বাজারের থানার উল্টো দিকে অগ্রণী ব্যাংক থেকে ব্যবসায়িক কাজের জন্য ১৫ লাখ টাকা উত্তোলন করে তিনি। তাঁর সঙ্গে থাকা স্থানীয় ব্যবসায়ী মাহবুবুর রহমান একসঙ্গে টাকার ব্যাগ নিয়ে ব্যাংকের দোতলা থেকে নিচে নামেন। রাস্তায় ওঠামাত্রই ৩০ থেকে ৪০ বছর বয়সী ৫ থেকে ৬ জন দুষ্কৃতকারী তাঁদের ঘিরে ফেলেন। টাকার ব্যাগ থাকা ডান হাতে রড দিয়ে আঘাত করেন এবং বুকে-পিঠে পিটিয়ে ব্যাগ ছিনিয়ে নেন। এ সময় মাহবুবুর তাঁকে রক্ষা করতে এলে দুষ্কৃতকারীরা মাহবুবুরকেও রড দিয়ে এলোপাতাড়ি পেটান। এ ঘটনায় তাঁর ডান হাত ভেঙে গেছে। তিনি চিকিৎসা নিয়ে বাসায় আসতে পারলেও তাঁর সঙ্গী মাহবুবুরের অবস্থা গুরুতর। মাহবুবুর কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, তিনি জানতে পেরেছেন, অগ্রণী ব্যাংকের সামনে দুটি পক্ষের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে। টাকা ছিনতাইয়ের বিষয়টি তাঁর জানা নেই। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনি পদক্ষেপ নেওয়া হবে।