নবাবগঞ্জে ডাকাত সন্দেহে পিটুনিতে এক ব্যক্তি নিহত, আহত দুই

নিহত
প্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জে ডাকাত সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। আজ শনিবার ভোররাত চারটার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চক খানেপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রিয়াজুল মণ্ডল ওরফে রাজু (২৮)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজশাহ গ্রামের মৃত পাচু মণ্ডলের ছেলে। আহত ব্যক্তিরা হলেন কোরবান আলী (৫৫) ও হাসান মিয়া (৩২)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ ভোররাতের দিকে চক খানেপুর এলাকায় অজয় শিকদারের বাড়িতে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করে। বিষয়টি এলাকাবাসী টের পেলে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী তাড়া করে রিয়াজুল মণ্ডল, কোরবান ও হাসানকে আটক করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই রিয়াজুলের মৃত্যু হয়। অপর দুজন আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত অপর দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। এ ঘটনায় ডাকাতির চেষ্টা ও পিটিয়ে একজনকে হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

ওসি আরও বলেন, ২০২১ সালে নিহত রিয়াজুলের নামে নবাবগঞ্জ থানায় আরেকটি ডাকাতির মামলা হয়েছিল।